Sunday, 13 August 2017

ICCHE GULO (ইচ্ছেগুলো) LYRICS - KONA AND AKASSH SEN | BENGALI SONG LYRICS

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
 তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
 আমার ভালো লাগা , ভালোবাসা ,
 তোমায় দেবো আরো । - [ ২ বার ]

 তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
 তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
 তোমার স্বপ্ন গুলো আমার চোখে
 হচ্ছে জড়সড় ।


তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।

তোমার আবেগ মাখা খামখেয়ালী
আঁটছে আমার পিছু ,
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পাইনি অন্য কিছু ।  - [ ২ বার ]

তুমি হাতটা শুধু ধরো ,আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।

আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে । - [ ২ বার ]

তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।


Wednesday, 21 June 2017

THIKANA ( Mithila & Tahsin )

আমার জমাট মেঘে হাওয়া লেগে/ 
 বৃষ্টি জড়োসড়ো/ 
একা তবু একা নই, তবু তারপরও/ 
আমার অবাক চোখে অশ্রু দেখে/ 
কিছু প্রশ্ন করো/ 
বলি তবু বলিনা যে, তবু তারপরও/ 
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম/ 
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম/ 
দু’জনে একই পথে হেঁটে অবিরাম/ 
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম।। 


আমার চলার পথ গেছে কতোদূর/ 
জানা নেই তবু প্রাণে আছে সুর/ 
ভালো কিবা মন্দ কিছু না জেনে/ 
নিয়তি আমি নিয়েছি মেনে/ 


উল্টেপাল্টে দেখি একটাই আকাশ/ 
চুলে মাখি এলোমেলো একই সে বাতাস/ 


একই রকম বুকে একই দীর্ঘশ্বাস/ 
পৃথিবীর কাছে এর কতোটুক দাম/ 


এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম/ 
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম/ 
দু’জনে একই পথে হেঁটে অবিরাম/ 
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম।।





Thursday, 18 May 2017

Hoyto Tomar Kache Jabo | O Radha O Krishna | By Elita (রাধার গান)

ভালবাসার গান শুনিয়ে চাইলে তুমি ঘুম
আমার তখন চলছে ভীষণ অস্থিরতার ঘুম
তোমার সাথে দুষ্টুমিতে বাদাম নিয়ে খেলা
বললে তুমি না ঘুমিয়ে কাটাতে এই বেলা

হয়ত তোমার কাছেই যাব নয়ত যাব দূরে তোমার সাথে
তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে

তোমার সাথে পেরিয়ে যাব দূর্গম গিরী বাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা
তোমার জন্য লুকিয়ে থেকে কাঁদছে দেখ রাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা

তোমার কথা ভাবতে গিয়ে আমি দেই ডুব
হারিয়ে গেলে স্বপ্ন কি আর হৃদয়ে থাকে খুব
সব হারালে সব খোয়ালে
সৌরভ ঘিরে থাকে
রাধার জন্য কৃষ্ণ ছাড়া আর কে-ই থাকে

হয়ত তোমার কাছেই যাব নয়ত যাব দূরে তোমার সাথে
তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে

তোমার সাথে পেরিয়ে যাব দূর্গম গিরী বাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা
তোমার জন্য লুকিয়ে থেকে কাঁদছে দেখ রাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা॥