আমার জমাট মেঘে হাওয়া লেগে/
বৃষ্টি জড়োসড়ো/
একা তবু একা নই, তবু তারপরও/
আমার অবাক চোখে অশ্রু দেখে/
কিছু প্রশ্ন করো/
বলি তবু বলিনা যে, তবু তারপরও/
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম/
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম/
দু’জনে একই পথে হেঁটে অবিরাম/
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম।।
আমার চলার পথ গেছে কতোদূর/
জানা নেই তবু প্রাণে আছে সুর/
ভালো কিবা মন্দ কিছু না জেনে/
নিয়তি আমি নিয়েছি মেনে/
উল্টেপাল্টে দেখি একটাই আকাশ/
চুলে মাখি এলোমেলো একই সে বাতাস/
একই রকম বুকে একই দীর্ঘশ্বাস/
পৃথিবীর কাছে এর কতোটুক দাম/
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম/
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম/
দু’জনে একই পথে হেঁটে অবিরাম/
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম।।
No comments:
Post a Comment